• ঢাকা
  • শনিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৩ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

যাবার বেলায় 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ, ১২:৩৩ পিএম;
যাবার বেলায় 
যাবার বেলায় 

যাবার বেলায় .

মিজানুর রহমান মিজান .

হাওয়ার পাখি আসে যায় .

মাটির তৈরী দেহ পিঞ্জিরায় .

ফুরুত ফারুত বন্ধ হবে কবে জানি হায়।। .

সুখ খুজে পাইলাম না .

সুখে তো ধরা দিল না .

পাবার আশায় বাড়ল শুধু যন্ত্রণা .

সুখাভাবে পাখি থাকতে নাহি চায়।। .

আদর যত্ন যতই করি .

সময় মতো চায় না ফিরি .

যাবার ধান্ধায় ঘুরিফিরি .

আপন ভাবলাম তারে,তবু চলে যায়।। .

সদায় করে মান অভিমান .

যেতে চায় গো হয়ে পাষাণ .

পিঞ্জরা ছাড়ে করে বিরাণ .

খাচা রেখে পাখি দ্রুত পালায়।। .

গেল পাখি আর নাই বাকি .

সে বিনা বৃথা আঁকাআঁকি .

জীবনটাই ষোল আনা ফাঁকি .

চায় না ফিরে যাবার বেলায় .

মিজানের ভরসা কেবল দয়ালের দয়ায়।। . .

ডে-নাইট-নিউজ / মিজানুর রহমান মিজান 

সাহিত্য-সংস্কৃতি বিভাগের জনপ্রিয় সংবাদ